সূচনা
বাংলাদেশের কৃষক এবং কৃষি খাতে (মাঠফসল, মৎস্য ও প্রাণিসম্পদ) নিয়োজিত ভেল্যুচেইন অ্যাক্টরদের (কৃষক, কৃষি উপকরণের খুচরা বিক্রেতা, উৎপাদিত কৃষি পণ্যের ক্রেতা এবং স্থানীয় সেবাদানকারী) ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য ‘ডিজিটাল সাক্ষরতা গাইড’ নামক এই সহায়ক বইটি প্রণয়ন করা হয়েছে। এই বইটিতে কৃষক ও কৃষি ভেল্যুচেইন অ্যাক্টরদেরকে কৃষিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডিজিটাল প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁরা প্রশিক্ষণ পরবর্তী বাড়ীতে বসে গল্পের ছলে হাতে কলমে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধিতে সহায়তা পাবে, যা তাঁদেরকে ডিজিটাল কৃষি বাস্তবায়নে অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে। এ ছাড়াও কৃষক ও ভেল্যুচেইন অ্যাক্টরগণ যেন অনলাইনে নিজেদের মধ্যে পরামর্শ করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে।
সামগ্রিকভাবে, এই সহায়িকাটি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ভেল্যুচেইন অ্যাক্টরগণের দক্ষতা এমনভাবে করে গড়ে তুলবে, যেন তাঁরা অন্যদেরকেও ডিজিটাল সাক্ষরতা ও কৃষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা শিখিয়ে দিতে পারে।
হাতে কলমে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধিতে সহায়তা পাবে, যা তাঁদেরকে ডিজিটাল কৃষি বাস্তবায়নে অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে। এ ছাড়াও কৃষক ও ভেল্যুচেইন অ্যাক্টরগণ যেন অনলাইনে নিজেদের মধ্যে পরামর্শ করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে।
Introduction
This helpful ‘Digital Literacy Guide’ for participants as part of Digital Literacy Training aimed at increasing the digital literacy of farmers and value chain actors (farmers, agricultural input retailers, buyers of agricultural produce and local service providers) engaged in the agricultural sector (crops, fisheries and livestock) in Bangladesh. The book is formulated. This book introduces farmers and agricultural value chain actors to some of the key digital technologies used in agriculture. Through this, they will get help in increasing their digital literacy after the training by writing stories at home, which will take them a long way in implementing digital agriculture. It will also help farmers and blockchain actors develop the necessary digital skills and confidence to consult with each other online to resolve issues.
Overall, this toolkit will build the skills of blockchain actors participating in the training so that they can teach others about digital literacy and the use of digital technologies in agriculture.
Digital literacy in hand will be helped to increase, which will take them a long way in implementing digital agriculture. It will also help farmers and blockchain actors develop the necessary digital skills and confidence to consult with each other online to resolve issues.