Endline Evaluation of the High-Value Fruits and Crops Extension and Marketing Sub-Project under the Rural Microenterprise Transformation Project (RMTP). Rural Microenterprise Transformation Project (RMTP)-এর অধীনে উচ্চমূল্য ফল ও ফসল সম্প্রসারণ এবং বিপণন উপ-প্রকল্পের সমাপনী মূল্যায়ন।

সূচনা

উচ্চমূল্য ফল ও ফসল সম্প্রসারণ ও বিপণন প্রকল্পটি (High-Value Fruits and Crops Extension and Marketing Project) পিকেএসএফ (PKSF), ইফাদ (IFAD) এবং ড্যানিডা (DANIDA) এর যৌথ অর্থায়নে পরিকল্পনা করা হয়েছে, যা প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এবং বাজার উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়েছে। এটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) কর্তৃক মাটিরাঙ্গা, কাপ্তাই, বান্দরবান সদর এবং থানচি উপজেলায় বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের লক্ষ্য ছিল কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি এবং টেকসই কৃষি চর্চার উন্নয়ন। এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ, উপকরণ সরবরাহ, প্রযুক্তি স্থানান্তর এবং বাজার সংযোগসহ লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপের মাধ্যমে উৎপাদন, বিক্রয় এবং আয় বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করার জন্য কাজ করা হয়েছে। সমাপনী মূল্যায়নটি এই কার্যক্রমগুলোর প্রভাব পরিমাপের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যেখানে গৃহস্থালী আয়, কৃষি উৎপাদনশীলতা, বাজার সংশ্লিষ্টতা এবং পুষ্টির ক্ষেত্রে অগ্রগতির মূল্যায়ন করা হয়েছে। এই প্রতিবেদনটি উচ্চমূল্য ফল ও ফসল সম্প্রসারণ ও বিপণন প্রকল্পের (এইচভিএফসি) অধীনে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের (আরএমটিপি) চারটি উপজেলা—বান্দরবান সদর, কাপ্তাই, মাটিরাঙ্গা এবং থানচিতে অন্তর্ভুক্ত উপকারভোগীদের জনসংখ্যাগত তথ্য, গৃহস্থালী আয়-ব্যয়, এবং উৎপাদন পদ্ধতির একটি ব্যাপক বিশ্লেষণ উপস্থাপন করে। প্রতিবেদনটিতে উপকারভোগীদের বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত পটভূমি, পরিবারে সদস্যসংখ্যার বণ্টন এবং পারিবারিক পুষ্টির বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এছাড়াও, উচ্চমূল্য ফল ও ফসল সম্প্রসারণ ও বিপণন (এইচভিএফসি) উপ-প্রকল্পের সমাপনী মূল্যায়নে বিক্রয়, বাজারে প্রবেশের অভিজ্ঞতা এবং কৃষকদের প্রদত্ত সহায়তা মূল্যায়ন করা হয়েছে, যা সফলতা এবং চ্যালেঞ্জগুলির দিকগুলোকে চিহ্নিত করে ভবিষ্যৎ কর্মসূচির উন্নয়নের জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করবে এবং প্রকল্পের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও লাভজনকতা নিশ্চিত করবে।

হাতে কলমে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধিতে সহায়তা পাবে, যা তাঁদেরকে ডিজিটাল কৃষি বাস্তবায়নে অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে। এ ছাড়াও কৃষক ও ভেল্যুচেইন অ্যাক্টরগণ যেন অনলাইনে নিজেদের মধ্যে পরামর্শ করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে।

Introduction

The High-Value Fruits and Crops Extension and Marketing Project, jointly financed by PKSF, IFAD, and DANIDA, was designed to increase income, ensure food security, and improve family nutrition for marginal and small farmers, as well as market entrepreneurs. Implemented by Integrated Development Foundation (IDF) in Matiranga, Kaptai, Bandarban Sadar, and Thanchi, the project focused on enhancing agricultural productivity, market access, and sustainable farming practices. Through targeted interventions—including training, input supply, technology transfer, and market linkages—the project aimed to boost production, sales, and income while ensuring environmental sustainability. The Endline Evaluation was conducted to measure the impact of these interventions, assessing progress in key indicators such as household income, agricultural productivity, market engagement, and nutrition. This report presents a comprehensive analysis of demographic, household income-expenditure, production pattern of beneficiaries involved in the High-Value Fruits and Crops Extension and Marketing Project (HVFC) under the Rural Microenterprise Transformation Project (RMTP) across four upazilas: Bandarban Sadar, Kaptai, Matiranga, and Thanchi. The findings offer valuable insights into the age, gender, marital status, educational background, and family size distributions, family nutrition of the beneficiaries, providing a comprehensive understanding of the project's demographic profile. Additionally, the endline evaluation of the HVFC Sub-Project explores the sales, market access experiences, and support provided to farmers, highlighting both successes and challenges that will inform future interventions and ensure the project's long-term sustainability and profitability.