Facilitator’s Guide Digital awareness and literacy capacity building for farmers and agricultural value chain actors (VCAs) in Bangladesh.

🚀 Introduction and Purpose of the facilitator’s guide: This ‘Facilitator’s Guide – Digital Literacy Training’ has been developed to address the digital literacy gap among farmers and agriculture value chain actors (such as input retailers, product sellers, and local service providers) involved in Bangladesh’s agriculture sector, including crop farming, fisheries, and livestock. The training has been designed to help value chain actors understand current and future digital services, enhance their problem-solving skills through virtual support, and build the necessary digital competencies and confidence. Using this guide, trainers can effectively carry out digital literacy training for farmers and agricultural value chain actors participating in the training. As a result, it will help the participants to implement digital agriculture and give a clear idea about the benefits of using digital technology in agriculture.
This training aims to increase the digital knowledge and skills of value chain actors by introducing them to key digital tools. The training highlights how to improve farming practices and access agriculture-related services using digital solutions. Farmers and value chain actors engaged in agriculture in rural areas have been included in this training. The training also considers digital agriculture extension and the sale of agricultural products, ensuring that value chain actors can increase their income, achieve financial stability, and enhance food security.
This facilitator’s guide will help participants become skilled enough to train other value chain actors on digital agriculture practices. The guide provides insights into digital security laws and cyber laws, along with a chapter on awareness and preventive measures to avoid legal violations.
🚀 Feed the Future Bangladesh Digital Agriculture Activity: Feed the Future (FTF) is a Bangladesh Digital Agriculture Activity, implemented by DAI Digital Frontiers Buy-In and funded by USAID. The objective is to enhance the capacity of value chain actors (farmers, agricultural input retailers and distributors, wholesalers, product sellers, and local service providers) in using digital devices and technologies effectively.
Through collaborative partnerships, this initiative facilitates the piloting, supply, and adoption of market-ready digital agricultural devices among private sector stakeholders and FTF implementation partners.
🚀 The Purpose of Digital Agriculture: Bangladesh is primarily an agriculture-dependent economy, where 16% of GDP comes from agriculture. Nearly 47% of the total workforce relies on this sector for food security and poverty alleviation. By 2050, the country's population is projected to reach 230–250 million, creating challenges in food production and employment due to shrinking cultivable land and a rising population. Bangladesh's agricultural production still relies on traditional methods, while industrialized nations use technology-driven digital agriculture. The Bangladesh government is actively working towards digital transformation, prompting major agribusinesses and distributors to adopt digital solutions in the value chain.
FTF Bangladesh Digital Agriculture Activity is currently identifying and piloting market-ready digital agricultural tools. This initiative supports ownership creation for farmers and value chain actors while strengthening their digital literacy and technical capacity.
🚀 Current Digital Agriculture Landscape in Bangladesh: Research indicates that 95.9% of rural households in Bangladesh use mobile phones, with 31.15% owning smartphones. However, only 11.09% of users possess digital literacy skills. (Source: BIGD, December 2020)
A major challenge for farmers and value chain actors is the lack of knowledge required to use mobile-based agricultural apps. According to DAI, mobile phones (both feature phones and smartphones) are the primary digital devices used by farmers and value chain actors. USAID’s digital literacy initiatives are focused on providing short-term digital training tailored to farmers' cropping cycles, farm locations, and livelihood conditions. These programs aim to quickly enhance digital skills, enabling farmers and value chain actors to: ✔ Use modern digital tools for safe and efficient agricultural production ✔ Access relevant market and farming information ✔ Receive various agriculture-related services By leveraging digital solutions, farmers and value chain actors can improve their livelihoods, enhance productivity, and strengthen agricultural value chains in Bangladesh.

THE PURPOSE OF THE FACILITATOR’S GUIDE

This guide is designed for facilitators to conduct training Sections for farmers and value chain actors on digital literacy. The Facilitator’s Guide provides Section plans and training instructions and also includes facilitation strategies, lecture texts, and tips for active engagement and eliciting responses. https://agdigitalliteracy.com

Further, the guide provides specialized Section content for exploring digital literacy capacity-building with a range of participants. The facilitators are encouraged to adapt this Section’s content to meet their context and needs (e.g., amount of time, group size, readiness, etc.). 
The following aspects have been addressed through this training guide:

Expand export potential:

Explore opportunities to export high-quality vegetables and contribute to the growth of the agricultural sector.

IMG_7420

উএসএআইডি- অর্থায়নে ডিজিটাল ফ্রন্টিয়ার্স প্রোগ্রামের আওতায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটির সহায়তার জন্য লিঙ্গ-সংবেদনশীল (Gender sensitive) ডিজিটাল সাক্ষরতা সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ উপকরণ তৈরি ও উন্নয়ন, যার মধ্যে প্রশিক্ষণ মডিউল ও শেখার উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে এবং বাংলাদেশে কৃষি ভেল্যু চেইন অংশীদারদের জন্য প্রশিক্ষণ আয়োজন করা।

🚀 ফ্যাসিলিটেটর’স গাইড প্রণয়নের ভূমিকা ও উদ্দেশ্য: 

বাংলাদেশের কৃষক এবং কুষিখাত (মাঠফসল, মৎস্য ও প্রাণিসম্পদ) এর সাথে জড়িত ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদের (খুচরা উপকরণ বিক্রেতা, উৎপাদিত পণ্যের বিক্রেতা এবং স্থানীয় সেবা প্রদানকারীগণ) ডিজিটাল স্বাক্ষরতা বিষয়ক ঘাটতি মোকাবিলা করার উদ্দেশ্যেকে সামনে রেখে “ফ্যাসিলিটেটর’স গাইড ফর এগ্রিকালচার ভেল্যুচেইন এ্যাক্টর ইন বাংলাদেশ” নামে এই ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধি সহায়ক প্রশিক্ষণ গাইডটি তৈরি করা হয়েছে। এই প্রশিক্ষণটি মূলত এমনভাবে তৈরি করা হয়েছে, যা কৃষি ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদেরকে বর্তমান ও ভবিষ্যৎ ডিজিটাল সেবাসমূহ সম্পর্কে বুঝতে সহায়তা করবে। একই সাথে তাদের নিজেদের ভাচুর্য়াল সহায়তার মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

এই প্রশিক্ষণটি ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদের ডিজিটাল বিষয়ক জ্ঞান-দক্ষতা বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীগণ মূল ডিজিটাল উপকরণাদি সম্পর্কে পরিচিত হবেন। যার দ্বারা প্রচলিত সেবাসমূহ ব্যবহার করে, কৃষিক্ষেত্রে কিভাবে চাষাবাদ পদ্ধতি উন্নত করা যায় ও এর সুবিধা পাওয়া সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। যে সকল কৃষক এবং ভেল্যুচেইন এ্যাক্টর গ্রামীণ পর্যায়ে কৃষিখাত (মাঠফসল, মৎস্য ও প্রাণিসম্পদ) এর সাথে জড়িত তাদেরকেই এই প্রশিক্ষণে অন্তর্ভূক্ত করা হয়েছে। এই প্রশিক্ষণে ডিজিটাল কৃষি সম্প্রসারণ এবং উৎপাদিত পণ্য বিক্রয় করার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও সচেতনতার বিষয়গুলোকে বিবেচনা করা হয়েছে, যা ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদের পরিবারের আয় বৃদ্ধি, আর্থিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

এই ফ্যাসিলিটেটর’স গাইডটি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদেরকে এমনভাবে দক্ষ করে গড়ে তুলবে, যার ফলে তারা তাদের মত অন্য ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদেরকেও ডিজিটাল পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য পুনরায় প্রশিক্ষণ দিতে পারবেন। যেমন, এই প্রশিক্ষণ গাইডটিতে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে । একইসাথে, এই আইন অমান্যের শাস্তি এড়াতে সচেতনতা বৃদ্ধি এবং সতর্কতামূলক পদক্ষেপের অধ্যায়ও রয়েছে।

🚀 ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ডিজিটাল কৃষি কার্যক্রম: 

ফিড দ্যা ফিউচার (এফটিএফ) একটি বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি যা ডিএআই ডিজিটাল ফ্রন্টিয়ার্স বাই-ইন যা ইউএসএআইডি এর অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হল ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদের (কৃষক, কৃষি উপকরণ খুচরা বিক্রয়কারী ও পরিবেশক, আড়ৎদার ও উৎপাদিত পণ্যের বিক্রেতা এবং স্থানীয় সেবা প্রদানকারী) ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তির দক্ষ ও কার্যকর ব্যবহার করার স্বক্ষমতা তৈরি করা। এরফলে প্রয়োজনীয় ক্ষেত্রে ডিজিটাল কৃষি উপকরণসমূহের মালিক, কৃষি সংক্রান্ত বেসরকারি খাতের ব্যক্তিবর্গ এবং এফটিএফ বাস্তবায়নকারী পক্ষগুলোর মধ্যে যৌথভাবে ও অংশীদারিত্বের ভিত্তিতে কার্যকর বাজার উপযোগী ডিজিটাল ডিভাইসগুলোর পরীক্ষামূলক (পাইলটিং) সরবরাহ ও ব্যবহার করা সহজতর হবে।

🚀 ডিজিটাল কৃষির উদ্দেশ্য: 

বাংলাদেশ মূলত একটি কৃষিনির্ভর অর্থনীতির দেশ। দেশের মোট উৎপাদনের (জিডিপি) ১৬ শতাংশ কৃষি হতে আসে। আবার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক (প্রায় ৪৭ শতাংশ) কর্মক্ষম জনসংখ্যা খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনের জন্য এই খাতের উপর নির্ভরশীল। ২০৫০ সালের মধ্যে দেশের জনসংখ্যা ২৩০-২৫০ মিলিয়নে পৌঁছানোর অনুমান করা হচ্ছে। বাংলাদেশ বর্তমানে ক্রমহ্রাসমান আবাদি জমি এবং ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে প্রয়োজনীয় খাদ্য ও কর্মসংস্থানের চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থান করছে। দেশের কৃষি উৎপাদন এখনও পর্যন্ত পুরোনো পদ্ধতির উপর নিরর্ভশীল। যেখানে শিল্পায়িত দেশগুলো টেকনোলজিভিত্তিক ডিজিটাল কৃষি ব্যবস্থার মাধ্যমে তাদের চাষাবাদ করছে, সেখানে বাংলাদেশের কৃষক এবং ভেল্যুচেইন এ্র্যাক্টরগণ পুরোনো অভিজ্ঞতার আলোকে চাষাবাদ করছেন। বর্তমানে বাংলাদেশ সরকার দেশকে ডিজিটাল ফ্রন্টে উন্নীত করার জন্য ভিশন/রুপকল্প বাস্তবায়ন করছে। এই কারণে, দেশের ভবিষ্যৎ কৃষি ভেল্যুচেইন এর বিষয়টিকে বিবেচনা করে বড় বড় কিছু কৃষি পণ্য প্রক্রিয়াকরণ কোম্পানি এবং পরিবেশকগণ ইতোমধ্যে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা শুরু করেছে।

এফটিএফ (FtF) বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার কার্যক্রম বর্তমানে কৃষিতে ব্যবহারযোগ্য বাজার উপোযোগি ডিজিটাল ডিভাইসসমূহ চিহ্নিত করে পরীক্ষামূলক/পাইলটিং পর্যায়ে কাজ করছে। যা পরবর্তীতে কৃষক এবং ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদের প্রকল্পের মালিকানা সৃস্টি করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। একই সাথে, ডিজিটাল ডিভাইসের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারেও কৃষক এবং ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদের সাধারণ ডিজিটাল স্বাক্ষরতা জ্ঞান-দক্ষতা স্বক্ষমতা তৈরি করতে চাইছে। গবেষণার ভিত্তিতে দেখা গেছে যে, বাংলাদেশে, বর্তমানে গ্রামীণ পর্যায়ে ৯৫.৯% পরিবার মোবাইল ফোন ব্যবহার করছে যাদের ৩১.১৫% স্মার্টফোন বা টাচফোন ব্যবহার করে, যদিও এই ফোন ব্যবহারকারীদের মধ্যে মাত্র ১১.০৯% ডিজিটাল স্বাক্ষরতা জ্ঞান-দক্ষতা সম্পন্ন। (সূত্র: BIGD, ডিসেম্বর ২০২০)। কৃষক ও ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদের মধ্যে মোবাইল-ভিত্তিক কৃষি এ্যাপ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় জ্ঞানের অভাব একটি বড় চ্যালেঞ্জ, যার সমাধান প্রয়োজন।

 ডিএআই (DAI) এর দৃস্টিতে, মোবাইল ফোন (বাটন/বোতাম ফোন এবং ‍স্মার্টফোন বা টাচফোন) হলো এমন একটি প্রাথমিক ডিজিটাল ডিভাইস যেটা কৃষক এবং ভেল্যুচেইন এ্যাক্টররা ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে ফসল চক্র, খামারের এলাকা এবং জীবিকা পরিস্থিতির উপর ভিত্তি করে কৃষক এবং ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদের স্বল্পমেয়াদী ডিজিটাল স্বাক্ষরতা জ্ঞান-দক্ষতা প্রদানের লক্ষ্যে ইউএসএআইডি গৃহিত প্রোগ্রামগুলো কৃষক ও ভেল্যুচেইন এ্র্যাক্টরগণদেরকে দ্রুত সক্ষম করে গড়ে তুলতে পারে। এরফলে, তারা বিভিন্ন আধুনিক ডিজিটাল ডিভাইসসমূহ ব্যবহার করে উন্নত ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদন এবং সেসব বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে এবং বিভিন্ন ধরনের কৃষি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে যা তাদের জীবনযাত্রার মানকে উন্নত করবে।